
মানিকগঞ্জ: দীর্ঘ ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর রবিবার দুপুর ১২টায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে।
এর আগে ঘনকুয়াশার কারণে শনিবার রাত ১২টায় ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি। ফলে দুই পাড়ে সৃষ্টি হয়েছে যানবাহনের দীর্ঘ লাইন। যানজট পাটুরিয়ায় ৩ কিলোমিটার ও দৌলতদিয়ায় ৫ কিলোমিটার পর্যন্ত রাস্তার উপর বিস্তৃত হয়ে পড়েছে। ঘাটে ও মাঝ নদীতে ফেরির ভীতর আটকে পড়া যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিআইডব্লিউটিসি’র পাটুরিয়া ঘাট ম্যানেজার নাসির উদ্দিন জানান, শনিবার সন্ধ্যার পর থেকেই নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে থাকে। সময় বাড়ার সাথে সাথে কুয়াশার ঘনত্বও বেড়ে যায়। এসময় ফেরি ও লঞ্চ চলাচল ঝুকিপূর্ণ হয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে শনিবার রাত ১২ টার পর থেকে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়।
এসময় কুয়াশার জালে মাঝ পদ্মায় আটকে পরে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে চলাচলকারী ফেরি হাসনা হেনা, চন্দ্র মল্লিকা এবং গোলাম মওলা নামের তিনটি ফেরি।
রবিবার সকাল ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শত শত যাত্রী আর যানবাহন নিয়ে কুয়াশার বন্দি দশা থেকে মুক্ত হতে পারেনি ফেরি তিনটি। একই ভাবে পাটুরিয়া ঘাটে আটটি ফেরি যানবাহন বোঝাই করে নোঙর করে আছে। অন্যদিকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে আরো ৫টি ফেরি কুয়াশার কারনে নোঙর করে আছে।
বিআইডব্লিউটিস’র আরিচা অফিস সুত্রে জানা গেছে, ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে নদী পারাপারের অপেক্ষায় আটকা পড়ে আছে যাত্রীবাহীবাস, মাইক্রোবাস ও পন্যবোঝাই ট্রাকসহ প্রায় ৫ শতাধিক যানবাহন। ঘনকুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।
প্রতিবেদক: শাহজাহান বিশ্বাস, সম্পাদনা: প্রণব