
মানিকগঞ্জ: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দুই ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু করেছে। রোববার রাত সাড়ে ১০টা দিকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে রোববার রাত ৮টা ২০মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ থাকে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নদীতে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়। এতে স্রোতের বিপরীতে ফেরি চলাচলে অসুবিধা হয়। ফলে রোববার রাত ৮টা ২০মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে রাত সাড়ে ১০টার পুন:রায় ফেরি চলাচল শুরু হয়।
এদিকে বিআইডব্লিউটিএ’র আরিচা কার্যালয়ের সহকারী পরিচালক (ট্রাফিক) মো. ফরিদুল ইসলাম জানান, বৈরী আবহাওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় রোববার সন্ধ্যা ৭টা থেকে উক্ত নৌপথে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়। এরপর আবহাওয়া অনুকূলে এলে সোমবার সকাল ৬টার দিকে ওই নৌ-পথের সকল লঞ্চ ফের চালু করা হয়েছে বলে জানান তিনি।
প্রতিবেদন: শাহজাহান বিশ্বাস, সম্পাদনা: মাহতাব শফি