
মানিকগঞ্জ: ঘনকুয়াশা, ফেরি সংকট ও হঠাৎ যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে যানজট অব্যাহত রয়েছে। এতে দু’ঘাটে নদী পারা-পারের অপেক্ষায় আটকা পড়েছে যাত্রীবাহীবাস, মাইক্রোবাস ও ট্রাকসহ সহস্রাধিক যানবাহন।
শনিবার দিবাগত রাতে আসা যাত্রীবাহী বাস রোববার সকালে পারাপার হচ্ছে। যাত্রীদেরকে দীর্ঘ এ সময় গাড়ির মধ্যেই বসে থাকতে হয়। পাটুরিয়া ঘাট এলাকা থেকে ঢাকা-পাটুরিয়া মহাসড়কের দুই কিলোমিটার এবং দৌলতদিয়ায় ঘাট এলাকা থেকে বাংলাদেশ হ্যাচারী পর্যন্ত মহাসড়কের উপর দুই সাড়িতে তিন কিলোমিটার যানবাহনের দীর্ঘ লাইন। অব্যাহত এ যানজটে আটকে পড়া যানবাহন চালক, হেলপার ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিআইডব্লিউটিসি’র আরিচা অফিস সুত্রে জানা যায়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলাচলরত ফেরিগুলো দীর্ঘ দিনের পুরানো। এসব ফেরিগুলো নদীতে প্রবল স্রোতের বিপরীতে চলতে গিয়ে বিভিন্ন ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়ে ঘন ঘন বিকল হয়ে পড়ছে। বিকল এ ফেরিগুলোকে স্বল্প মেরামত কাজের জন্য নেয়া হয় পাটুরিয়া ঘাটে ভাসমান কারখানায় এবং বড় ধরনের মেরামতের জন্য নেয়া হয় নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে। বর্তমানে পাটুরিয়া ঘাটে স্থানীয় ভাসমান কারখানায় প্রতিদিন দু’চারটি ফেরি সাময়িক মেরামতে থাকছে।
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে মোট ১৬টি ফেরির মধ্যে ৫টি ফেরি মেরামতে থাকায় ফেরি সংকট দেখা দিয়েছে। ফলে দু’ই পারেই যানজটের সৃষ্টি হয়েছে। রো-রো ফেরি ভাষা শহীদ বরকত, শাহ মুখদুম ও হামিদুর রহমান বড় ধরনের মেরামত কাজের জন্য নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে পাঠানো হয়েছে। এছাড়া কে-টাইপ ফেরি কপোতী যান্ত্রিক ত্রুটির কারণে গত ২৩ ডিসেম্বর থেকে পাটুরিয়া মধুমতি ভাসমান কারখানায় মেরামতে রয়েছে। ইউটিলিটি ফেরি মাধবী লতা দীর্ঘ ৮ মাস যাবৎ অকেজো হয়ে পাটুরিয়া ঘাটে পড়ে রয়েছে।
এদিকে ঘনকুয়াশার কারণে মাঝে মধ্যেই ফেরি চলাচল বন্ধ থাকায় যানবাহন পারা কমে যাচ্ছে। এছাড়া সপ্তাহের বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার এমনিতেই পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপ বৃদ্ধি পায়। ফলে এ দু’ঘাটে সৃষ্ট অব্যাহত যানজট আরো বৃদ্ধি পেয়েছে। রোববার সকালে পাটুরিয়ায় ফেরি ঘাট এলাকা থেকে মহাসড়কের দুই কিলোমিটার এবং দৌলতদিয়া তিন কিলোমিটার এলাকা জুড়ে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার ও পণ্যবোঝাই ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন দীর্ঘ সারি দেখা গেছে। ফেরি স্বল্পতা এবং হঠাৎ করে গাড়র চাপ বেড়ে যাওয়ায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে নানা ধরনের সহস্রাধিক গাড়ি নদী পারাপারের অপেক্ষায় রয়েছে। দীর্ঘ সময় আটকে পড়া যানবাহনের যাত্রী ও যানবাহন শ্রমিকরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে।
বিআইডব্লিউটিসি’র ম্যানেজার শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবারসহ সরকারী ছুটি থাকলে ঘাটে এমনিতেই যানবাহনের চাপ থাকে। এরপর ঘনকুয়াশায় মাঝে মধ্যে ফেরি চলাচল বন্ধ থাকছে এবং ফেরি সংকটের কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। তবে বিকল ফেরিগুলো সচল হয়ে ফেরির সংখ্যা বাড়লে হয়তো এ যানজট থাকবেনা বলে তিনি জানান।
সহকারী প্রকৌশলী সুবল বাবু জানান, মাধবীলতা ফেরির মালামাল বিদেশ থেকে আনার কারণে মেরামতে দেরি হচ্ছে। কপতি ফেরির ইঞ্জিনের মেরামত কাজ দু’একদিনের মধ্যেই শেষ হবে বলে তিনি জানান।
প্রতিনিধিঃ শাহজাহান বিশ্বাস, সম্পাদনা: জাবেদ