
রাহনুমা খান – কোয়েল;
ভোরের আলোয় শুনশান রমনা বটমূল;
প্রাণ-শব্দহীন প্রান্তর ক্রমশঃ ম্রিয়মাণ ঢাকের ডংকা;
বিগত সময়ের সমবেত সংগীতের সুর অপসৃয়মান প্রায়;
নাই কাঁচের চুরির রিনিঝিনি, নাই হাওয়াই মিঠাই
রাজপথ জুড়ে এক অচেনা সন্ত্রাস;
এ এক পাথর সময়, এ এক অচেনা বৈশাখ।
যেন পাড়ি দিচ্ছি ঝড়ের কবলে পড়া উম্মত্ত এক সমুদ্র
আমাদের কারওবা ছেঁড়া পাল আর ডিঙি নৌকা,
কারওবা মাস্তুল সমৃদ্ধ নৌযান, কারো আছে সিঁটি দেওয়া স্টীমার
রুখতে হবে সকলকে পাহাড়সম ঢেউয়ের আঘাত
অন্তবিহীন পথ দিতে হবে পাড়ি;
এমনই এ কঠিন সময়। এমন ই অপরিচিত বৈশাখ।
ঝড় শেষে যুদ্ধজয়ী নৌকা কিছু ভীড়বেই তীরে
আবার বাজবে ঢাক, হবে মঙ্গল শোভাযাত্রা;
আবারো খই-মুড়কির স্বাদে মিলবে শিশুর কোলাহল;
আবারও প্রেমিকার খোঁপায় বেলী ফুলের মালা পরাবে প্রেমিক পুরুষ;
আবারও সমবেত কণ্ঠে ভরে উঠবে রমনা প্রান্তর;
সে এক কাঙ্খিত সময়! সে এক প্রাণের বৈশাখ!!
