
ডেস্কঃ পানির নিচে তলিয়ে আছে হাজার বছর আগের শি চেং শহর। প্রায় ১৩০০ বছর আগে শহরটি ছিল চীনের ঝেজিয়াং প্রদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক রাজধানী।
কোন প্রাকৃতিক দূর্যোগে নয়, পানিবিদ্যুৎ কেন্দ্র তৈরি করার জন্য চীন সরকার শহরটিকে কিয়ান্দো ঝিলের পানিতে ডুবিয়ে দেয়। কিন্তু কোন পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এখানে স্থাপিত হয়নি এখনো, না কোন নতুন শহর। তবে ঝিলের একেবারে তলায় ১৩০ ফুট নিচে পুরনো শহরটির অস্তিত্ব এখনো দেখা যায়।
শহরটিকে ধীরে ধীরে জলমগ্ন করার কাজ শেষ হয় ১৯৫৯ সালে। ফাইভ লায়ন মাউন্টেন বা পাঁচটি সিংহ পাহাড়ের ঠিক মাঝে এই শহরটি অবস্থিত ছিল বলে একে লায়ন সিটিও বলা হয়ে থাকে। বর্তমানে ঝিলটি ধনীদের পানিবিহারের জায়গায় পরিণত হয়েছে।
লেকের পানিতে বড় বড় প্রমোদতরী ঘুরে বেড়ায়; চাইলে আন্ডার ওয়াটার ডাইভিং করে শহরের মধ্যে ঘুরেও আসা যায়। বড় ড্রাগনের মুখ আঁকা শহরের বড় বড় তোরন এখন নিঃশব্দে পড়ে রয়েছে। গোটা শহরটির জায়গা দখল করেছে লেকের পানি।
নিউজনেক্সটবিডিডটকম/এসকেএস/টিএস