
নয়াদিল্লি: নদীর পানির বন্টন নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের আগে থেকেই বিবাদ ছিল এখন পাকিস্তানের সঙ্গেও একই বিষয় নিয়ে দেশটির বিবাদের আশংকা দেখা দিয়েছে।
বিবিসির পরিবেশ বিষয়ক সংবাদদাতা নভীন সিং খাডকা জানান, সিন্ধু অববাহিকা থেকে ভারত আরো বেশি পানি সরিয়ে নিতে চাইছে। ভারতের সিনিয়র কর্মকর্তারাও খবরটি নিশ্চিত করেছেন।
ভারত শাসিত কাশ্মীরে প্রবাহিত সিন্ধু, চেনাব এবং ঝিলাম নদীতে আগামী কয়েক বছরের মধ্যে বড় বড় জলাশয় নির্মাণ এবং খাল খনন করার কথা জানালেন কর্মকর্তারা। যদিও এসব নদী ভারতের ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু ১৯৬০ সালে পাকিস্তানি প্রেসিডেন্ট আইয়ুব খান এবং ভারতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর মধ্যে সম্পাদিত সিন্ধু পানি চুক্তি অনুযায়ী নদীগুলির বেশিরভাগ পানির হিস্যা পাকিস্তান পেয়ে থাকে।
এতদিন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো উচ্চবাচ্য করেনি ভারত বরং চুক্তি অনুযায়ী পাকিস্তানকে ন্যায্য পানিই দিয়ে এসেছে। কিন্তু ১৮ সেপ্টেম্বর ভারত শাসিত কাশ্মীরের উরি সেনা ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ভারতীয় সেনা নিহতের পর এই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। এরপর থেকে আন্তর্জাতিক অঙ্গনে দেশটিকে একঘরে করে দেয়ার চেষ্টায় লিপ্ত রয়েছে ভারত। মূলত পাকিস্তানের উপর চাপ প্রয়োগ করার জন্যই সিন্ধু পানি চুক্তিকে সামনে নিয়ে আসে তারা।
সেসময় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিন্ধু চুক্তির প্রতি ইঙ্গিত দিয়ে বলেছিলেন, পানি এবং রক্ত একসঙ্গে প্রবাহিত হতে পারে না।
এছাড়া সিন্ধু অববাহিকায় দুটি বিশাল পানি বিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ নিয়েছে ভারত। পাকিস্তান ইতিমধ্যেই বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছে।সূত্র: বিবিসি
গ্রন্থনা: ফারহানা করিম, সম্পাদনা: জাহিদ