
ঢাকা: প্রখর রোদে আওয়ামী লীগের সম্মেলনে আসা নেতাকর্মীদের তৃষ্ণা মেটাতে টিএসসিসহ পুরো সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে দেখা গেছে বোতলে করে পানি বিক্রির ধুম। অনেকেই আবার ট্রাকে করে পানি বিক্রি করছেন।
শনিবার শুরু হয়েছে আওয়ামী লীগের ২০তম সম্মেলন। দিনের শুরু থেকেই রোদের ঝলকানি। তাই দূরদুরান্ত থেকে আসা নেতাকর্মীদের চোখে-মুখে ক্লান্তি। বিশুদ্ধ পানি পান করতে তারা বোতলজাত পানির উপরই নির্ভর করছেন। টিএসসির ঠিক সামনে ট্রাকে করে পানি বিক্রি করছেন কিশোর জিসান ও তার কয়েকজন বন্ধু।
তারা জানান, সারারাত স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কাজ করেছেন। এখন পানি বিক্রি করে আয় হবে তাদের। জিসান বলেন, আজকে ৩০০ থেকে ৪০০ বোতল বিক্রি হবে বলে আশা করছি। ১৫ আর ২৫টাকা দামের বোতল রয়েছে। সম্মেলনের জন্যই এ আয়োজন।
এদিকে হকাররাও জমিয়ে পানি বিক্রি করছেন। সোহরাওয়ার্দীর ভেতরে থাকা নেতাকর্মীদের হাতে নিয়ে দিচ্ছে পানি। এমন একজন সাত্তার আলী জানান, আজ বেশ গরম। তাই আশা করছি পানির বিক্রি ভালো হবে। এগুলো কী আসলেই বিশুদ্ধ পানি? প্রশ্নের উত্তরে শুধু মৃদু হাসি হেসেছেন সাত্তার।
সম্মেলনে যোগ দিতে আসা আকজন বকেন, পিপাসা মেটাতে হবে তাই এই পানিই ভরসা।
প্রতিবেদন: ময়ূখ ইসলাম, সম্পাদনা: মাহতাব