পাপনের বাসায় সংবাদ সম্মেলন, তামিম থাকবেন না নেতৃত্বে

নিজস্ব সংবাদদাতা । নিউজনেক্সট বিডি ডট কম
ওয়ানডের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিসিবি সভাপতির বাসায় সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন তিনি।
তামিম বলেন, ‘ দলের স্বার্থে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছি। এখন ভালো খেলায় মনোযোগ দেবো। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। উনাকে পুরো ব্যাপারটা জানিয়েছি। উনি আমার ব্যাপারটা বুঝেছেন। এরপরই আমি সিদ্ধান্ত নিয়েছি। ’
এছাড়া ইনজুরির কারণে এশিয়া কাপে খেলবে না বলে জানিয়েছেন দেশসেরা ওপেনার।
উল্লেখ্য, পিঠের ইনজুরির চিকিৎসা করিয়ে দেশে ফিরে আসার পর থেকেই গুঞ্জন ছিলো অধিনায়কত্ব ছাড়বেন তিনি।
আজ তামিমের সঙ্গে বৈঠকে ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ অন্য কর্মকর্তারাও।