
পাবনা: নাটোরে খ্রিস্টান দোকানি, চট্টগ্রামে এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু ও ঝিনাইদহে হিন্দু পুরোহিতকে হত্যার রেশ কাটতে না কাটতেই এবার পাবনা সৎসঙ্গ আশ্রমের এক সেবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটল। শুক্রবার ভোর ৫টার দিকে সদর উপজেলার হেমায়েতপুরের মানসিক হাসপাতালের গেইটের কাছে এ ঘটনাটি ঘটে।
নিহতের নাম নিত্যরঞ্জন পাণ্ডে (৬২)। তার বাড়ি গোপালগঞ্জ সদরের আরুয়া কংশু এলাকায়। তিনি প্রায় ৪০ বছর ধরে হেমায়েতপুরের শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র সৎসঙ্গ আশ্রমে সেবক হিসেবে কর্মরত ছিলেন। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হাসান নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
ওসি জানান, ডায়াবেটিসের রোগী নিত্যরঞ্জন প্রতিদিন ভোরে হাঁটতেন। শুক্রবার ভোরেও হাঁটছিলেন তিনি। পাবনা মানসিক হাসপাতালের উত্তরপাশে প্রধান গেইটে পৌঁছালে দুর্বৃত্তরা পেছন থেকে নিত্যরঞ্জন পাণ্ডেকে ঘাড়ে-মাথায় এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
তবে কারা, কী কারণে নিত্যরঞ্জনকে হত্যা করেছে তা নিশ্চিত করতে পারেননি পুলিশের এ কর্মকর্তা।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/এমএস/এসজি