পাবনায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

পাবনা: সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত সদস্য (মেম্বার) ও স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহ জামালকে (৩০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকাল ৬টার দিকে নিহত শাহ জামালের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, চরমপন্থীরা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি আরো জানান, লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ময়নাতদন্তের জন্য ঘটনাস্থল থেকে লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে