
পাবনা: পাবনা সদর উপজেলার চর সদিরাজপুর গ্রাম থেকে সাগরিকা খাতুন (১৪) নামের এক কিশোরীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল দশটার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সাগরিকা চর সদিরাজপুর গ্রামের আলম শেখের মেয়ে।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বৃহস্পতিবার সকালে সদর উপজেলার দোগাছী ইউনিয়নের চর সদিরাজপুর গ্রামে বাড়ির পাশের একটি ক্ষেতের ভেতর সাগরিকার ক্ষতবিক্ষত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ আরো জানায়, গেল রাতে নিহত সাগরিকা খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। এলাকাবাসী ও পুলিশের প্রাথমিক ধারণা, তাকে ধর্ষণের পর হত্যা করা হতে পারে। মামলার প্রস্তুতি চলছে।
প্রতিনিধি: শাহীনুর রহমান, সম্পাদনা: জাবেদ