পাবনায় দু’পক্ষের সংঘর্ষে ৭জন গুলিবিদ্ধ

পাবনা: সদর উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের জেরে দু’পক্ষের সংঘর্ষে ৭জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ১৫ জন। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেশ কয়েকজন আহত হয়েছে। পারিবারিক দ্বন্দ্বের জেরে এ সংঘর্ষ হয়। কোনো পক্ষ থানায় এখনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এসপিকে/ওয়াইএ