
পাবনা: চাটমোহরের খ্রিস্টান ব্যবসায়ী রণজিৎ রোজারিও (৩০) হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি বাদশা মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে বুধবার ঢাকায় এক চায়ের দোকান থেকে বাদশাকে গ্রেফতার করা হয়। পরে তাকে চাটমোহর থানায় নিয়ে আসা হয়। তিনি ওই মামলার প্রধান আসামি।
গ্রেফতারকৃত বাদশাকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে। বাদশা জেলার চাটমোহর উপজেলার নেংড়ি রামকৃষ্ণপুরের মৃত আবেদ আলীর ছেলে।
২৯ মে রাত ১০টার দিকে চাটমোহরের ফৈলজানা খ্রিষ্টানপল্লীর ব্যবসায়ী রনজিৎ রোজারিওকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় বাদশা ও তার সহযোগিরা। এ ঘটনায় পরদিন চাটমোহর থানায় মামলা করেন ওই ব্যবসায়ী। রণজিৎ ওই পল্লীর মৃত জজ রোজারিও ছেলে।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/আইকে/এসজি