
ঢাকা: প্রতিনিধির মাধ্যমে পারিবারিক আদালতের মামলা পরিচালনা করা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এক সিভিল রিভিশন আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বুধবার বিচারপতি মো. আব্দুল হাফিজের একক বেঞ্চ এই রায় দেন।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু। তাকে সহায়তা করেন ব্যারিস্টার গালিব আহমেদ। অপরদিকে ছিলেন আইনজীবী সুব্রত চৌধুরী।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক প্রভাষিকা বিবাহ বিচ্ছেদের পর তার সন্তানের অভিভাবকত্ব ও হেফাজত দাবি করে ২০১২ সালের ২৭ নভেম্বর একটি মামলা করেন। ওই মহিলার স্বামী বিদেশে থাকায় আইনী জটিলতা তৈরি হয়। তাই মামলা চলাকালে প্রশ্ন উত্থাপিত হয় যে, সন্তানের বাবা বিদেশে থেকে মামলা পরিচালনা করতে পারবে কি-না।
২০১৩ সালের ৭ নভেম্বর ঢাকার সহকারি জজ মত দেন, উভয় পক্ষের ব্যক্তিগত উপস্থিতি জরুরি বলে মনে করি। এর বিরুদ্ধে ২০১৪ সালের ২৫ নভেম্বর অতিরিক্ত জেলা জজও একই মত দেন। নিম্ন আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ২০১৫ সালের ২৫ মার্চ হাইকোর্টে আবেদন করা হয়।
সেই আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেন। সেই রুলের ওপর শুনানি শেষে চূড়ান্ত রায় দেন হাইকোর্ট। হাইকোর্টের আদেশ সম্পর্কে ব্যারিস্টার তৌফিক ইনাম বলেন, ‘পারিবারিক অধ্যাদেশ ১৯৮৫’র আওতায় মামলা কেউ প্রতিনিধির মাধ্যমে পরিচালনা করতে পারবে না। এই মামলার ক্ষেত্রে পাওয়ার অব অ্যাটর্নি অ্যাক্ট প্রযোজ্য হবে না। তাই এখন থেকে পারিবারিক আদালতে মামলার ক্ষেত্রে এটি একটি সাধারণ রীতি হিসেবেই গণ্য হবে বলে আমি মনে করি।’
প্রতিবেদন: রহমান ফজলু, সম্পাদনা: সজিব ঘোষ