পার্থ প্রতীম মজুমদার ফরাসি সিনেমায়

ডেস্ক: বিখ্যাত মূকাভিনেতা পার্থ প্রতীম মজুমদারের এবার আরেকটি আন্তর্জাতিক ছবিতে অভিনয়ে চুক্তিবদ্ধ হলেন। ফরাসি ভাষায় নির্মিত এ ছবির নাম ‘এমপ্লয়মেন্ট গুরুজ’। ছবিতে লক্ষ্মী মিত্তালের চরিত্রে তিনি অভিনয় করবেন। যিনি কিনে নিয়েছিলেন ফ্রান্সের আর্সেলর স্টিল কোম্পানি।
ছবির গল্প গড়ে উঠেছে, বিশ্বের যেসব দেশ একসময় ফ্রান্সের উপনিবেশ ছিল এবং তাদের ওপর কীভাবে আধিপত্য হারিয়ে ফেলেছিল ফ্রান্স, তা নিয়ে। এছাড়া ছবিটিতে তুলে ধরা হয়েছে দুনিয়াজুড়ে এশীয় দেশগুলোর আর্থিক প্রতিপত্তি বৃদ্ধির বিষয়টিকে।
পার্থ প্রতীম ছাড়াও এতে অভিনয় করেছেন এলসা জিলবারস্টেইন ও ফ্রাঁ ডুবোশ। পার্থ প্রতীম মজুমদার এর আগে হলিউডের একটি ছবিতে অভিনয় করেছেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআইআর