পার্বতীপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

দিনাজপুর: পার্বতীপুরে মোঃ মোকছেদ আলী (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ২টায় উপজেলার মমিনপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটে।
মোঃ মোকছেদ আলী উপজেলার মমিনপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত অখির উদ্দিনের ছেলে।
পার্বতীপুর মডেল থানার ওসি মাহমুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে নিউজনেক্সটবিডি ডটকম’কে জানান, মোকছেদ আলী‘র শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। ঘাতকদের গ্রেফতার এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তৎপরতা অব্যাহত রয়েছে জানান তিনি।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/ওয়াইএ