
ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জঙ্গি-সন্ত্রাসীদের উদ্দেশ্যে বলেছেন, ‘রাষ্ট্র, প্রশাসন ও জনগণের ঘেরাওয়ের মধ্যে পড়েছেন। পালাবার পথ নেই। তাই আত্মসমর্পণ করুন। যদি আত্মসমর্পণ না করেন তাহলে জঙ্গিবিরোধী অভিযান চলতেই থাকবে।’
মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জঙ্গিবিরোধী প্রচারপত্র বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। এ সময় তথ্য সচিব মর্তুজা আহমেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় সরকার ও প্রশাসনের পক্ষে জঙ্গিদের আত্মসমর্পনের আহ্বান জানান তথ্যমন্ত্রী্। পাশাপাশি জঙ্গি দমনের যুদ্ধে সবাইকে একযোগে কাজ করারও অনুরোধ জানান তিনি।
জঙ্গি-সন্ত্রাসী উৎখাত না হওয়া পর্যন্ত অভিযান চলবে উল্লেখ করে ইনু বলেন, ‘রাষ্ট্র, জনগণ, মানবতা, ধর্ম রক্ষার জন্যই এই অভিযান’।
জঙ্গি-সন্ত্রাসকে বৈশ্বিক উৎপাত মন্তব্য করে ইনু বলেন, ‘জঙ্গিরা মানবতার শত্রু, ইসলাম ধর্মসহ সব ধর্মের শত্রু, বাংলাদেশের শত্রু। দেশের বিরুদ্ধে জঙ্গি-সন্ত্রাসীরা অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে। তারা সংবিধান মানে না, সংস্কৃতি মানে না, দেশীয় ঐতিহ্য মানে না। তাই জনগণ ও প্রশাসন আজ এককাতারে দাঁড়িয়েছে। জঙ্গিরা পরাজিত হবেই’।
নিউজনেক্সটবিডি ডটকম/ওয়াইএ