
ঢাকা: কক্সবাজার উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে পাহাড়তলির গহীন জঙ্গলে একটি অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
সেখান থেকে দেশীয় তৈরি ২২টি আগ্নেয়াস্ত্র, ২২ রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দু’জনকে গ্রেফতারও করেছে র্যাব। তারা হলেন, বড় মহেশখালী ইউনিয়নের মহিষের ডেইল এলাকার মৃত আজম উল্লাহর পুত্র আবদুল মাবুদ (৪০) ও একই ইউনিয়নের আহমদিয়া কাটা এলাকার কবির আহমদের পুত্র আবু তাহের (৪২)।
উদ্ধার করা ২২টি অস্ত্রের মধ্যে রয়েছে, ১৪টি এক নলা বন্দুক, ৬টি ওয়ান শ্যুটার গান, একটি থ্রি কোয়ার্টার বন্দুক ও ১ টি দেশীয় রাইফেল। এছাড়াও ২২ রাউন্ড গুলি, ড্রিল মেশিন, বন্দুকের পাইপ,প্লায়ার্স, ব্লেড, এয়ার মেশিনসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-৭ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আশেকুর রহমান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে বড় মহেশখালীর পাহাড়তলীতে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামগুলো উদ্ধার করা হয়। সেখান থেকে কারখানার দুজন মেকানিককে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আব্দুল মাবুদ জানায় সে ২০০৬ সালে অস্ত্র তৈরীর সরঞ্জামসহ র্যাব-৭ এর কাছে গ্রেফতার হয়েছিল এবং চারবছর কারা ভোগ করেছিল। সম্প্রতি কারাগার থেকে বেরিয়ে আবারও সে একই কাজে লিপ্ত হয়। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে।’
প্রতিবেদন: প্রীতম সাহা সুদীপ