
ঢাকা: বাংলাদেশ সংশ্লিষ্ট বিভিন্ন খবর প্রকাশ পাচ্ছে বিশ্বের উল্লেখযোগ্য মিডিয়াগুলোতে। তার মধ্য থেকে আলোচিত কিছু খবর:
আইবি টাইমস: পত্রিকাটি লিখেছে, পায়রা সমুদ্রবন্দর উন্নয়নে বাংলাদেশের সাথে আলোচনা করছে ভারত। এতে বলা হয়, ইরানের চাবাহার বন্দর উন্নয়নের চুক্তির পর ভারত নিজেদের সমুদ্র পথের বাণিজ্য প্রসারে বাংলাদেশের পায়রা বন্দর উন্নয়নের কাজ পেতে চায়।
পায়রা বন্দর উন্নয়নের জন্য আন্তর্জাতিক দরপত্র আহবানের পর ভারত বিষয়টিতে আগ্রহ দেখিয়েছে। ভারতের কেন্দ্রীয় নৌপরিবহন মন্ত্রী নিতীন গডকরি জানিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে আলোচনা করছে। বাংলাদেশও এ কাজে ভারতকেই চায় বলে জানান গডকরি।
দি নিউজ ইন্টারন্যাশনাল: পাকিস্তানের পত্রিকাটি লিখেছে, প্রথমে সন্দেহজনক মনে করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির অর্ডার আটকে দেয় নিউ ইয়র্ক ফোডারেল রিজার্ভ ব্যাংক। কিন্তু পরে আবার ওই ভুয়া আদেশের উপর ভর করে ৮ কোটি ১০ লাখ ডলার ছাড় করে ব্যাংকটি।
আরব নিউজ: মধ্যপ্রাচ্যের পত্রিকাটি লিখেছে, সৌদি আরবের সাথে ৬টি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশ। রোববার রিয়াদে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সাথে বৈঠকের পর চুক্তিগুলো স্বাক্ষরিত হবে।
দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস: ভারতের পত্রিকাটি লিখেছে, যুদ্ধাবস্থার মতো বাংলাদেশের সাথে সীমান্ত সিলগালা করে দিতে বিএসএফকে আহবান জানিয়েছেন আসামের মূখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে সস্তা রাজনীতি না করার জন্য বিরোধীদলগুলোর প্রতি আহবান জানানোর একদিন পর এ আহবান জানিয়েছেন তিনি।
ইকোনমিক টাইমস: বাংলাদেশে প্রথমবারের মতো ঈদ ভিসা মেলা আয়োজন করেছে ভারত। ঢাকায় ভারতীয় দূতাবাস পর্যটকদের জন্য ভিসা মেলাটি আয়োজন করে বলে জানিয়েছে পত্রিকাটি।
আল-জাজিরা: কাতার ভিত্তিক মিডিয়াটি লিখেছে, রোহিঙ্গা শুমারিতে অস্বস্তিতে রোহিঙ্গারা। এতে বলা হয়, প্রথমবারের মতো অনিবন্ধিত রোহিঙ্গা শুমারি করতে যাচ্ছে বাংলাদেশ। এতে রোহিঙ্গাদের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে। তারা ধারণা করছেন এটা তাদেরকে সহিংসতা-আক্রান্ত মিয়ানমারে ফেরত পাঠানোর পদক্ষেপের অংশ।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই