পিআইবি জার্নালিজম অ্যালমনাইর আহবায়ক কমিটি গঠন

ঢাকা: প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) জার্নিালিজম অ্যালমনাই অ্যাসোসিয়েশন’র ২১ সদস্যর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পিআইবির সেমিনার কক্ষে শনিবার কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন- দেওয়ান সাঈদুল হাসান, গাজী আবদুল হাদি, রুহী শামসাদ আরা, মোহাম্মদ আবদুল হালিম, মো. লুৎফুল কবির, আহমেদ তেপান্তর, মো. কবির হোসেন, আবুল হাসান ও ফারহানা সাত্তার।
এ সময় উপস্থিত ছিলেন, মরনচাঁদ রায় জয়ন্ত, মেজবাউল হক, তানিয়া সুলতান, ইব্রাহীম রাজু, মৃত্তিকা সাহা, স্মৃতি চক্রবর্তী, দীপু সিদ্দিকী, আমির হোসেন, সাজেদুল আলম রিমন, দীন ইসলাম, রহীমা জামান ও নাজনীন নাহার।
বিজ্ঞপ্তি, সম্পাদনা: হাসান জিহাদ, জাহিদুল ইসলাম