সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহত, বিক্ষোভ

নোয়াখালী: সোনাইমুড়িতে পিকআপের ধাক্কায় আব্দুল গফুর (৫৫) নামে এক চিকিৎসক নিহত হয়েছেন। নিহত গফুর বগাদিয়া এলাকার বাসিন্দা। তিনি উপজেলার বজরা হাসপাতালের মেডিকেল অফিসার।
সোমবার সকাল ৮টার দিকে উপজেলার বগাদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এই ঘটনার প্রতিবাদে স্থানীয়রা ওই পিকআপটিতে আগুন ধরিয়ে দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি সরিয়ে ও স্থানীয়দের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
সোনাইমুড়ি থানার ওসি কাজী হানিফুল ইসলাম নিউজনেক্সটবিডি ডটকম’কে জানান, চাটখিল উপজেলা থেকে ওই পিকআপটি চৌমুহনিতে যাচ্ছিল। বগাদিয়া এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা আব্দুল গফুরকে ওই পিকআপটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
লাশ উদ্ধার করে বজরা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/ওয়াইএ