পিকাআপের ধাক্কায় স্কুল শিক্ষিকাসহ নিহত তিন

ত্রিশাল (ময়মনসিংহ): ময়মনসিংহের ত্রিশাল উপজেলার উজানপাড়া এলাকায় পিকআপ চাপায় স্কুল শিক্ষিকাসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুল শিক্ষিকার নাম ফেরদৌসী আক্তার (৩২)। তিনি হদ্দেরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি উপজেলার মোক্ষপুর ইউনিয়নের জামতলী গ্রামে।
অপর নিহতরা হলেন- ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই গ্রামের খোকা মিয়া (৩৫) এবং পৌর শহরের ৭নং ওয়ার্ডের দরিরামপুর উজানপাড়া গ্রামের প্রহলাত সূত্রধরের ছেলে শ্যামল সূত্রধর (৪৫)।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান এ ঘটনার সত্যতা নিউজনেক্সটবিডি ডটকম’কে নিশ্চিত করেছেন।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/ওয়াইএ