
সিরাজগঞ্জ: আইনজীবীদের আদালত বর্জনের কারণে জেএমবির শীর্ষ নেতাদের বিরুদ্ধে স্বাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়নি। জেএমবির শীর্ষ নেতাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা ৪টি মামলায় সোমবার বেলা ১১টায় সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে মামলার বাদী সিরাজগঞ্জ র্যাব-১২ এর ডিএডি রেজাউল করীম, ল্যান্স কর্পোরাল মিজানুর রহমান, সৈনিক জামিল হোসেন ও হাসান আলীর স্বাক্ষ্য গ্রহন করার জন্য দিন ধার্য্য ছিলো।
এজন্য ঢাকার কাশিমপুর কারাগার থেকে সকালে জেএমবির প্রধান সমন্বয়ক আব্দুল নুর, এহসার সদস্য নুরুজ্জামান আরিফ, গায়েবে এহসার সদস্য আবুল কালাম আজাদ, ফারুক আহম্মেদ ও নুর ইসলাম সাগরকে সিরাজগঞ্জ জজ আদালতে হাজির করা হয়।
৫ অক্টোবর থেকে আইনজীবিদের সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত বর্জনের কারণে সোমবার সাক্ষ্য গ্রহন অনুষ্ঠিত হয়নি। সাক্ষ্য গ্রহনের জন্য আগামী ২৭ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।
এই আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) নাজমুল হুদা ইব্রাহিম খলিল ইমন জানান, আইনজীবীদের আদালত বর্জনের কারনে আজ সাক্ষ্য গ্রহন অনুষ্ঠিত হয়নি। এজন্য ২৭ নভেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। এই দিন সাক্ষ্য গ্রহণ হবে। আসামীদের কারাগারে পাঠানো হয়েছে।
র্যাব-১২ অপরাধ দমন বিশেষ শাখার উপসহকারী পরিচালক (ডিএডি) রেজাউল করিম বাদী হয়ে সিরাজগঞ্জ জিআরপি থানায় পৃথক ৪টি মামলা দায়ের করেন। সোমবার এই মামলার বাদীসহ ৪ জনের স্বাক্ষ্য গ্রহন করার জন্য তারিখ নির্ধারণ করা ছিলো।
প্রতিবেদন: প্রতিনিধি, সম্পাদনা: মাহতাব