Friday, August 19th, 2016
পিছিয়ে গেল ‘আয়নাবাজি’
August 19th, 2016 at 3:23 pm
পিছিয়ে গেল ‘আয়নাবাজি’

ঢাকাঃ  বেশ কিছুদিন আগেই ঘোষণা দেয়া হয়েছিল আগস্ট মাসের যে কোনো শুক্রবার ‘আয়নাবাজি’ ছবিটি মুক্তি পাবে। সে অনুযায়ী যাবতীয় প্রস্তুতিও সম্পন্ন করেছিল ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান। কিন্তু হঠাৎ করেই পিছিয়ে গেল ‘আয়নাবাজি’ ছবিটির মুক্তিকাল। সারাদেশের বিভিন্ন অঞ্চল বন্যায় ভেসে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা যায়। দেশের অসংখ্য মানুষের মানবেতর জীবন যাপনের ব্যাপারটি বিবেচনায় রেখে ছবিটির প্রকাশকাল পিছিয়ে দেয়া হয়েছে।

অমিতাভ রেজা বলেন, যদিও ‘আয়নাবাজি’ মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি কখনো, তারপরও আগস্টে এর মুক্তি পাওয়ার একটা কথা ছিল। বাংলাদেশের সকল মানুষের সৃজনশীল বিনোদেনের জন্য এই ছবিটা বানানো হয়েছে। কিন্তু বতর্মানে উত্তর বঙ্গসহ নানা অঞ্চলে বন্যা পরিস্থিতির কথা বিবেচনা করে ‘আয়নাবাজি’ এ মাসে মুক্তি পাচ্ছে না। কোরবানীর ঈদের পর সারা বাংলাদেশে সগৌরবে চলবে ‘আয়নাবাজি’।

এদিকে, শীঘ্রই এই ছবির গানগুলো অডিও আকারে পাওয়া যাবে বলে জানান অমিতাভ রেজা।

‘আয়নাবাজি’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। তার বিপরীতে দেখা যাবে নাবিলা’কে। এছাড়াও এই চলচ্চিত্রের আরো নানান গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া, লুৎফর রহমান জর্জ, হীরা চৌধুরী, শওকত ওসমান, গাউসুল আলম, ইফফাত তৃষা প্রমুখ।

‘আয়নাবাজি’ ছবির চিত্রনাট্য লিখেছেন অনম বিশ্বাস ও গাউসুল আলম শাওন। ছবিটি প্রযোজনা করেছে কনটেন্ট ম্যাটার্স। এ ছবিটির জন্য বিভিন্ন গান তৈরিতে ভূমিকা রেখেছেন করেছেন অর্ণব, হাবিব ওয়াহিদ, ফুয়াদ আল মুক্তাদির ও ব্যান্ডদল চিরকুট।

উল্লেখ্য, গত ১১ মে, মার্শে দু ফিল্ম বিভাগে ‘আয়নাবাজি’ ছবিটির প্রদর্শনীর মাধ্যমে শুরু হওয়া কান উৎসবের ৬৯ তম আসরে বেশ প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশী চলচ্চিত্র।

প্রতিবেদক: আসিফ আলম, সম্পাদনা: এস. কে. সিদ্দিকী


সর্বশেষ

আরও খবর

নতুন মৌলিক গান “তুমি হারালে কোথায়?”

নতুন মৌলিক গান “তুমি হারালে কোথায়?”


করোনায় আক্রান্ত তাহসান

করোনায় আক্রান্ত তাহসান


মুজিববর্র্ষে লন্ডনে জয় বাংলা ব্যান্ডের রঙ্গিন ভালবাসা

মুজিববর্র্ষে লন্ডনে জয় বাংলা ব্যান্ডের রঙ্গিন ভালবাসা


গ্রেপ্তার হলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী

গ্রেপ্তার হলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী


সপরিবারে কোয়ারেন্টাইনে দেব

সপরিবারে কোয়ারেন্টাইনে দেব


বিটিভিতে ম্যাগাজিন অনুষ্ঠান ‘বাংলার মুখ’

বিটিভিতে ম্যাগাজিন অনুষ্ঠান ‘বাংলার মুখ’


হুট করেই বিয়ে পরীমনির, ৫ মাসেই ভাঙল সংসার!

হুট করেই বিয়ে পরীমনির, ৫ মাসেই ভাঙল সংসার!


এফডিসিতে ৫ গরু কোরবানি দিচ্ছেন পরীমনি

এফডিসিতে ৫ গরু কোরবানি দিচ্ছেন পরীমনি


করোনার মধ্যেই বিয়ে করলেন কর্নিয়া

করোনার মধ্যেই বিয়ে করলেন কর্নিয়া


ঐশ্বরিয়া-আরাধ্য করোনা নেগেটিভ, চিকিৎসাধীন অমিতাভ-অভিষেক

ঐশ্বরিয়া-আরাধ্য করোনা নেগেটিভ, চিকিৎসাধীন অমিতাভ-অভিষেক