পিতা হচ্ছেন আশরাফুল!

ঢাকা: আশরাফুল যখন ক্রিকেট খেলতেন, তখন তাকে ডাকা হতো বাংলাদেশের ‘আশার ফুল’। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশকে অনেক জয় এনে দিলেও সেই ‘আশার ফুল’ খুব বেশিদিন ছড়াতে পারেননি নিজের সৌরভ। কেন পারেন নি সেই বিতর্কে আর না যাই। বরং আশরাফুল ভক্তদের একটি খুশীর সংবাদই জানানো যাক। সেপ্টেম্বরেই টাইগার ক্রিকেটের এই ‘লিটল মাস্টার’ পিতা হচ্ছেন। জানা গেছে, তার স্ত্রী একটি ছেলে সন্তান জন্ম দিতে যাচ্ছেন।
‘ছেলে সন্তানের বাবা হচ্ছেন আশরাফুল’
নিউজনেক্সটবিডি ডটকম’কে এই খবরটি নিশ্চিত করেছেন আশরাফুল নিজেই। সেই সাথে বাবা হওয়ার অগ্রিম আনন্দে আত্মহারা আশরাফুল এটাকে সুদিনের ইঙ্গিত হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘অবশ্যই ভালো লাগছে। প্রথম সন্তানের বাবা হওয়ার অনুভূতির তুলনা নেই। বাবা হচ্ছি, ক্রিকেটেও ফিরতেছি, এর চেয়ে আনন্দের আর কী হতে পারে।’
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস