
পিরোজপুর: পিরোজপুর-পাটগাতী সড়কে দুই মোটরসাইকেলে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন।
শুক্রবার সকাল ৯টার দিকের জুজখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন পিরোজপুর সহকারি পুলিশ সুপার (এএসপি) মো. আব্দুল ওয়ারেস।
নিহতরা হলেন, কলাখালী ইউনিয়নের মৃত ইসমাইল ফকিরের ছেলে কাইয়ুম ফকির (৩৫) ও জুজখোলা এলাকার মোশারফ হোসেনের ছেলে সুমন (২০। আহত মো. সজীব খান মুন্না (৩৫) ও নাঈম খানকে (২৫) পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে।
এএসপি জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ফায়ার সার্ভিস কর্মী শরিফুল ইসলাম জানান, সকালে কাইয়ুম ও সুমন দুর্গাপুর এলাকা থেকে মোটরসাইকেলে পাঁচপাড়া বাজারে যাচ্ছিল। এ সময় পাঁচপাড়া খালের সেতু পার হয়ে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে কাইয়ুম মারা যান এবং পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমন মারা যান।
পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. জুয়েল জানান, হাসপাতালে কাইয়ুমকে মৃত অবস্থায় আনা হয় এবং সুমন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত দুই জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
গ্রন্থনা ও সম্পাদনা: মাহতাব শফি