পিস্তল ও গুলিসহ ইউপি সদস্য গ্রেফতার
বিদেশি পিস্তল ও গুলিসহ ইউনিয়ন পুরিষদ (ইউপি) সদস্য আব্দুল হালিমকে (৪৬) পুলিশ গ্রেফতার করেছে। ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা এলাকা থেকে রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়।

ঝিনাইদহ: বিদেশি পিস্তল ও গুলিসহ ইউনিয়ন পুরিষদ (ইউপি) সদস্য আব্দুল হালিমকে (৪৬) পুলিশ গ্রেফতার করেছে। ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা এলাকা থেকে রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বলেন, “আব্দুল হালিম কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়ন পরিষদের সদস্য। হত্যাসহ ১৩টি মামলার পলাতক আসামি তিনি। তার বিরুদ্ধে ঝিনাইদহের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি ও অস্ত্র আইনে মামলাসহ মোট ১৩টি মামলা রয়েছে।”
আজবাহার আরো বলেন, “দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন আব্দুল হালিম। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ডাকবাংলা এলাকায় অভিযান চালানো হয়। এসময় নাইন এমএম পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ পুলিশ তাকে গ্রেফতার করে।”
গ্রন্থনা ও সম্পাদনা: আবু তাহের