Monday, July 11th, 2016
পিস টিভির সম্প্রচার বন্ধের আদেশ জারি  
July 11th, 2016 at 12:34 pm
পিস টিভির সম্প্রচার বন্ধের আদেশ জারি  

ঢাকা: পিস টিভির সম্প্রচার বন্ধের আদেশ জারি করেছে সরকার। তথ্য মন্ত্রণালয় সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করে। এর আগে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয়।

রোববার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানিয়েছিলেন, পিস টিভি বন্ধে প্রশাসনিক পদক্ষেপ নেবে তথ্য মন্ত্রণালয়। তিনি বলেন, ‘পিস টিভি বহু ক্ষেত্রে মুসলমান সমাজের কোরান, সুন্নাহ, হাদিস, বাংলাদেশের সংবিধান, দেশজ সংস্কৃতি, রীতি-নীতি, আচার-অনুষ্ঠানের সঙ্গে সঙ্গতিপূর্ণ না’।

পিস টিভির বক্তা জাকির নায়েকের বিরুদ্ধে অভিযোগ উঠে, তার বক্তৃতায় উদ্বুদ্ধ হয়ে দক্ষিণ এশিয়ার বহু তরুণ জঙ্গিবাদে ঝুঁকছে ও ঝুঁকেছে।

গুলশান হামলাকারীদের মধ্যে কয়েকজন নিয়মিত জাকির নায়েকের বক্তব্য অনুসরণ করতেন এমন তথ্য মিলেছে তাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে। এ বিষয়টি প্রকাশ্যে আসার পর জাকির নায়েকের বিষয়ে উদ্যোগী হয় ভারত সরকার। এরই পরিপ্রেক্ষিতে শনিবার (৯ জুলাই) থেকে ভারতে জাকির নায়েকের পিস টিভির সম্প্রচার নিষিদ্ধ করে দেশটির সরকার।

জাকির নায়েকের বক্তব্য ও কর্মকাণ্ডের সঙ্গে সন্ত্রাসবাদের সংযোগ আছে কি-না তা খতিয়ে দেখতে নয়টি তদন্ত দল গঠন করেছে ভারত।

ন্যাশনাল ইন্টিলেজেন্স এজেন্সি (এনআইএ), ইন্টিলেজেন্স ব্যুরো (আইবি) সহ ভারতের অন্যান্য গোয়েন্দা সংস্থার সমন্বয়ে গঠিত তদন্তকারী দলগুলো বর্তমানে জাকির নায়েকের কর্মকাণ্ডের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে। আর একটি বিশেষ তদন্ত দল জাকির নায়েকের বক্তৃতার প্রতিটি ফুটেজ বিশদভাবে খুঁটিয়ে দেখছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে রোববার (জুলাই ১০) ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ইতোমধ্যেই চারটি তদন্ত দল জাকির নায়েকের বক্তৃতার সিডি ও ভিডিও ফুটেজ এবং তিনটি তদন্ত দল সামাজিক যোগাযোগ মাধ্যমে জাকির নায়েকের কর্মকাণ্ড খতিয়ে দেখছে। তার ফেসবুক কর্মকাণ্ড মনিটরিং করছে দু’টি তদন্ত দল।

যদিও নিজের ফেসবুক পেজে এক ভিডিওবার্তায় গুলশানে হামলার বিষয়ে নিন্দা জানিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে কথা বলেন জাকির নায়েক।

চার মিনিট ৩৮ সেকেন্ডের ওই ভিডিও বার্তায় তিনি বলেন, ‘যদি কেউ দাবি করে যে সে মানুষ হত্যা করে ইসলামের পথে রয়েছে, সেটা একদমই কোরআনের পরিপন্থী কথা বলল।’ একই সঙ্গে গুলশানের ওই রেস্তোরাঁয় জঙ্গি হামলায় ২০ জন নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানান তিনি।

নিউজনেক্সটবিডি ডটকম/এসজি


সর্বশেষ

আরও খবর

বিদায় কিংবদন্তি যুদ্ধ সাংবাদিক রবার্ট ফিস্ক

বিদায় কিংবদন্তি যুদ্ধ সাংবাদিক রবার্ট ফিস্ক


মুজিববর্র্ষে লন্ডনে জয় বাংলা ব্যান্ডের রঙ্গিন ভালবাসা

মুজিববর্র্ষে লন্ডনে জয় বাংলা ব্যান্ডের রঙ্গিন ভালবাসা


গণমাধ্যম, স্বাধীনতা এবং মিডিয়া মালিকানা

গণমাধ্যম, স্বাধীনতা এবং মিডিয়া মালিকানা


তাসের ঘর : দুর্দান্ত স্বস্তিকায় নারীমুক্তি?

তাসের ঘর : দুর্দান্ত স্বস্তিকায় নারীমুক্তি?


অ্যাসাঞ্জকে সতর্ক করল ব্রিটিশ আদালত

অ্যাসাঞ্জকে সতর্ক করল ব্রিটিশ আদালত


অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি সংবাদপত্র শিল্প

অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি সংবাদপত্র শিল্প


করোনায় সাংবাদিক আবদুস শহিদের মৃত্যু

করোনায় সাংবাদিক আবদুস শহিদের মৃত্যু


সংগীতের ভিনসেন্ট নার্গিস পারভীন

সংগীতের ভিনসেন্ট নার্গিস পারভীন


বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সোমবার

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সোমবার


স্বপ্ন বাঁচলেই বাংলাদেশ বাঁচবে

স্বপ্ন বাঁচলেই বাংলাদেশ বাঁচবে