
ঢাকা: অনুমোদনহীন পিস স্কুলগুলো বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। ইসলামী চিন্তাবিদ ও বক্তা জাকির নায়েকের পিস টিভির সম্প্রচার বন্ধের পর মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি এক অফিস আদেশে অনুমোদনহীন পিস স্কুলসমূহ অবিলম্বে বন্ধ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে।’
এছাড়া ঢাকার লালমাটিয়ায় পিস ইন্টারন্যাশনাল স্কুলের পাঠদানের অনুমতি বাতিল করতে ঢাকা শিক্ষা বোর্ডকেও নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় জানায়, ‘বিতর্কিত কার্যক্রমে লিপ্ত থাকায় লালমাটিয়ার পিস স্কুলটির পাঠদানের অনুমতি বাতিল করার নির্দেশ দেয়া হয়েছে।’
অভিযোগ উঠেছে, জাকির নায়েকের বক্তব্যে তরুণরা সন্ত্রাসী কর্মকাণ্ডে উদ্ধুদ্ধ হচ্ছে। বলা হচ্ছে, গুলশানে হলি আর্টিজানে হামলাকারী সন্ত্রাসীদের কেউ কেউ জাকির নায়েকের বক্তব্য অনুসরণ করতেন।
তবে ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছিল, রাজধানীর লালমাটিয়ায় পিস স্কুল নামে একটি ইংরেজি মাধ্যমের বিদ্যালয়ের সাময়িক নিবন্ধনই শুধু দেয়া হয়েছে। তবে বাকিগুলো অননুমোদিত।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআই/এসজি