Thursday, January 5th, 2017
পুঁজিবাজারে একক আধিপত্যে প্রকৌশল খাত
January 5th, 2017 at 5:25 pm
পুঁজিবাজারে একক আধিপত্যে প্রকৌশল খাত

ঢাকা: পুঁজিবাজারের লেনদেনে একচ্ছত্র আধিপত্য বিস্তার করছে প্রকৌশল খাতের কোম্পানিগুলো। গত কয়েকদিনের মতো বৃহস্পতিবারও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব থেকে বেশি লেনদেন হয়েছে প্রকৌশল খাতের শেয়ার। এদিন ডিএসইতে এক হাজার ২৪৫ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে প্রকৌশল খাতের শেয়ার লেনদেন হয়েছে ২৭৪ কোটি ১১ লাখ টাকার বেশি, যা মোট লেনদেনের ২২ দশমিক ৩৩ শতাংশ।

তবে মোট লেনদেনে বড় ভূমিকা রাখলেও এদিন এই খাতের লেনদেন হওয়া ৩২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬টি প্রতিষ্ঠানেরই শেয়ারের দাম আগের কার্যদিবসের তুলনায় কমেছে। বৃহস্পতিবার ডিএসইতে আগের কার্যদিবসের তুলনায় ৩৬ কোটি ৩৮ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। লেনদেন বাড়ার পাশাপাশি বেড়েছে মূল্য সূচকও। ফলে শেয়ারবাজারে টানা ১০ কার্যদিবস মূল্য সূচক বাড়লো।

দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৫ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ১৮২ পয়েন্টে উন্নীত হয়েছে। লেনদেন হওয়া কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে ১৪৭টির দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে ১৩৮টির দাম কমেছে এবং ৪১টির দাম অপরিবর্তিত রয়েছে।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। এদিন কোম্পানির ৫৫ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ইফাদ অটোসের ৪১ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩৫ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ সাইফ পাওয়ার। লেনদেনে এরপর রয়েছে ডেস্কো, বিবিএস, লংকাবাংলা, আর্গন ডেনিম, বেক্সিমকো ফার্মা এবং অলিম্পিক এক্সেসরিজ।

গ্রুপভিত্তিক কোম্পানির লেনদেন চিত্রে দেখা যাচ্ছে, বৃস্পতিবার ডিএসইতে ‘এ’ গ্রুপের ২৬০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি।

আর ‘জেড’ গ্রুপের লেনদেন হওয়া ৪৬টি প্রতিষ্ঠানের মধ্যে ২৩টিরই দাম আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে। কমেছে ১৮টি এবং অপরিবর্তিত আছে পাঁচটির দাম। এছাড়া ‘বি’ গ্রুপের লেনদেন হওয়া ১৬টি প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটির দাম বেড়েছে, আটটির দাম কমেছে এবং তিনটির দাম অপরিবর্তিত রয়েছে। ‘এন’ গ্রুপের লেনদেন হওয়া চারটির মধ্যে একটির দাম বেড়েছে, দু’টির দাম কমেছে এবং একটির দাম অপরিবর্তিত আছে।

বৃহস্পতিবার অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স সূচক ৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৬৪৪ পয়েন্টে। বাজারটিতে ৭৩ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ২৬১টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ১১৯টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।

প্রতিবেদন: রিজাউল করিম, সম্পাদনা: সজিব ঘোষ


সর্বশেষ

আরও খবর

এফবিসিসিআইয়ের নতুন সভাপতি শেখ ফজলে ফাহিম

এফবিসিসিআইয়ের নতুন সভাপতি শেখ ফজলে ফাহিম


ভবন ভাঙার ব্যয় দিতে হবে বিজিএমইএ’কেই

ভবন ভাঙার ব্যয় দিতে হবে বিজিএমইএ’কেই


২২ খাতে তিতাসের সম্ভাব্য দুর্নীতির উৎস চিহ্নিত করেছে দুদক

২২ খাতে তিতাসের সম্ভাব্য দুর্নীতির উৎস চিহ্নিত করেছে দুদক


বিজিএমইএ ভবন থেকে মালামাল সরাতে সময় পেল দুই ঘণ্টা

বিজিএমইএ ভবন থেকে মালামাল সরাতে সময় পেল দুই ঘণ্টা


ভবন ভাঙতে বিজিএমইএর সামনে রাজউক

ভবন ভাঙতে বিজিএমইএর সামনে রাজউক


প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ’র নবনির্বাচিত সভাপতির সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ’র নবনির্বাচিত সভাপতির সাক্ষাৎ


বিজিএমইএ নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়ী: রুবানা হক

বিজিএমইএ নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়ী: রুবানা হক


বিজিএমইএ নির্বাচনে ভোট গণনা চলছে

বিজিএমইএ নির্বাচনে ভোট গণনা চলছে


বিজিএমইএ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

বিজিএমইএ নির্বাচনে ভোটগ্রহণ চলছে


পাটকল শ্রমিকদের ধর্মঘটে খুলনার সঙ্গে সড়ক-রেল যোগাযোগ বন্ধ

পাটকল শ্রমিকদের ধর্মঘটে খুলনার সঙ্গে সড়ক-রেল যোগাযোগ বন্ধ