পুত্র সন্তানের মা হলেন কারিনা

ডেস্ক: সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পুত্র সন্তানের মা হলেন কারিনা কাপুর। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ৩০মিনিটে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভূমিষ্ঠ হয় সাইফ ও করিনার প্রথম সন্তান। মা ও ছেলে দুজনই সুস্থ আছেন। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
সাইফ ও কারিনা তাদের সন্তানের নাম রেখেছেন তৈমুর আলী খান। পরিচালক করণ জোহর এ তথ্য জানিয়েছেন।
তবে এর আগে সাইফ-অমৃতা সিং দম্পতির দুটি সন্তান রয়েছে। তারা হলেন সারা ও ইব্রাহিম।
এর আগে সাইফ সংবাদমাধ্যমের কাছে জানিয়েছিলেন, এই সন্তানের মধ্যে অর্ধেক তিনি রয়েছেন আর অর্ধেক করিনা, এটা ভেবেই তার খুব ভাল লাগছে।
সাইফ-কারিনার সম্পর্কের শুরু ২০০৭ সালে। এরপর ২০০৯ সালের অক্টোবরে প্রকাশ্যে তাদের প্রেমের কথা জানান সাইফ। ২০১২ সালে বিয়ে করেন এ জুটি।
সম্পাদনা: জাবেদ চৌধুরী