
ঝিনাইদহ: পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে সমবেদনা জানাতে তার গ্রামের বাড়িতে গেছেন ভারতীয় হাইকমিশনের দুই কর্মকর্তা।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ভারতীয় হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি (পলিটিক্যাল এন্ড ইনফরমেশন) রমা কান্ত গুপ্ত ও ফাস্ট সেক্রেটারি (ভিসা) রাজেশ উসিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সকাল সাড়ে ১১টার দিকে নিহতের বাড়িতে যান তারা। এ সময় ভারতীয় দূতাবাসের দুই কর্মকর্তা নিহতের স্বজনদের সঙ্গে কথা বলেন।
ভারতীয় হাইকমিশনের রাজনৈতিক সচিব রাজেস উসিয়া বলেন, ‘ক্ষতিগ্রস্তদের সার্বিক সহোযোগিতা আমরা করব।’ এ সময় ঝিনাইদহের পুলিশ সুপার মো. আলতাফ হোসেনসহ পুলিশ কর্মকর্তারা ও হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ তাদের সাথে উপস্থিত ছিলেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের মহিষাডাঙ্গা ভাগাড় এলাকায় একই উপজেলার করাতিপাড়া গ্রামের পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকে (৭০) কুপিয়ে ও গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমএস