
ঝিনাইদহ: পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী হত্যার আট দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। এরই মধ্যে মঙ্গলবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ঝিনাইদহে যাচ্ছেন। তিন মন্ত্রী নিহতের বাড়ি ও ঘটনাস্থল পরিদর্শন করবেন।
ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান নিউজনেক্সটবিডি ডটকম’কে এ তথ্য নিশ্চিত করেছেন।
হত্যার একদিন পর নিহতের বড় ছেলে অরুন গোপাল গাঙ্গুলী বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন।
এ প্রসঙ্গে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, ‘এ হত্যাকাণ্ডে সঙ্গে জড়িতদের সম্পর্কে তথ্য পেয়েছি। গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতার করার পর পর সবার সামনে বিষয়টি তুলে ধরবো। একটু সময় লাগবে।’
৭ জুন সকালে পূজা করতে যাওয়ার পথে পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকে মহিষার ভাগাড় সোনাই খালী মাঠের মধ্যে দুর্বৃত্তরা কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/ওয়াইএ