
ঢাকা: রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জিম্মিদশা থেকে উদ্ধার হওয়া হাসনাত করিম পুলিশি নজরদারির মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দফতরে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
শহীদুল হক জানান, হাসনাত করিম আমাদের (পুলিশ) নজরদারির মধ্যেই রয়েছেন। কারণ গুলশান হামলার ঘটনায় হাসনাত করিম সন্দেহমুক্ত নয়।
আইজিপি বলেন, ‘ হামলার আগে ও পরে তার কার্যক্রম সন্দেহজনক ছিল। তাই তিনি পুলিশের ‘নলেজে’ আছেন। যখন প্রয়োজন হবে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করবো।’
হাসনাতকে গ্রেফতার করা হয়েছে কিনা জানতে চাইলে শহীদুল হক বলেন, ‘তিনি নজরদারিতে আছেন, প্রয়োজন পড়লে যেকোনো সময় তাকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নেয়া হবে।’
তবে হাসনাত করিমের পরিবারের অভিযোগ, জিম্মিদশা থেকে মুক্তি পাওয়ার পর গত ২ জুলাই রাতে তাদের সঙ্গে তার দেখা হয়। জিজ্ঞাসাবাদের জন্য হাসনাত করিমসহ বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।
পরে সবাইকে ছেড়ে দিলেও হাসনাত করিম এখনো বাড়ি ফেরেননি বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা। তবে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে একাধিকবার দাবি করেছে পুলিশ।
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/পিএসএস/এসজি