
আন্তর্জাতিক ডেস্ক: মায়ানমারের রোহিঙ্গাদের উপর পুলিশি নির্যাতনের প্রকাশিত ভিডিওটি নিয়ে তদন্তে নামতে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।
সোমবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
জানা যায়, নভেম্বরে সংঘটিত মায়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর পুলিশি নির্যাতনের একটি ভিডিও সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত হয়। আর এই ভিডিওটি করেন স্থানীয় এক পুলিশ সদস্য।
দেশটির কাউন্সেলর অফিস থেকে জানানো হয়, এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাখাইনের মংডু শহরে পুলিশের উপর হামলার পর ওই এলাকায় অভিযান চালায় স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় ওই ভিডিওটি করা হতে পারে।
এদিকে প্রকাশিত ভিডিওটিতে দেখা যায়, গ্রামের বেশ কয়েকজন লোককে সাড়িবদ্ধভাবে বসিয়ে রাখা হয়েছে। এ সময় এক পুলিশ সদস্য এক লোককে নির্যাতন করছে, অপর এক পুলিশ সদস্য অপর একজনের মুখে লাথি মারছে।
এর আগে ধারণ করা এই মারধরের ভিডিও বিভিন্ন মাধ্যমে প্রকাশ হলেও সেগুলো নকল বলে বাতিল করে দিয়েছিলো দেশটির সরকার।
গ্রন্থনা: রাকিব