
মিশুক মনির, ঢাকা বিশ্ববিদ্যালয়: আগাম ঘোষণা অনুযায়ী, শুক্রবার লংমার্চ নিয়ে নাসিরনগরের অভিমুখে যাত্রা শুরু করলে পুলিশের বাধার সম্মুখীন হয় প্রতিবাদকারীরা। এরপর ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগর অভিমুখে লংমার্চ স্থগিত করেছে মাইনোরিটি রাইটস মুভমেন্টের প্রতিবাদকারীরা। আগামী ৩০ নভেম্বরের মধ্যে সরকার দৃশ্যমান কোনও পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দিয়েছেন প্রতিবাদকারীরা।
গত ১৫ নভেম্বর নাসিরনগরে হামলার প্রতিবাদে দ্বিতীয়বারের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন প্রতিবাদকারীরা। অবরোধ প্রত্যাহার করে সেখান থেকেই ১৮ নভেম্বর ক্ষতিগ্রস্থদের সহায়তা দিতে নাসিরনগর অভিমুখে লং মার্চের ঘোষণা দেন তারা।
এদিকে পুলিশ জানিয়েছে, প্রতিবাদকারী শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্তদের সহযোগিতার্থে নাসিরনগর যেতে সব ধরনের সহায়তা করেছে। স্থগিত হওয়ার কারণ জানেন না তারা।
শুক্রবার সকালে লংমার্চের উদ্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শহীদ মিনার পর্যন্ত যান শিক্ষার্থীরা। সেখান থেকে বাস নিয়ে নাসিরনগর অভিমুখে যাত্রা শুরু করলে বাধা দেয় পুলিশ। এ নিয়ে বাকবিতণ্ডা করেও পুলিশের অনুমতি না পেয়ে ফিরে যেতে হয় প্রতিবাদকারীদের। শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল করে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সেখানে পুলিশ বাস নিয়ে যাওয়ার অনুমতি না দেওয়ায় লংমার্চ স্থগিত করেন তারা।
সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলনের আহ্বায়ক মানিক রক্ষিত নিউজনেক্সটবিডি ডটকম’কে বলেন, ‘আমরা লংমার্চের জন্য তিনটি মাইক্রো ও একটি বাস নিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ তিনটি মাইক্রো নিয়ে যাওয়ার অনুমতি দিলেও বাসটি নেওয়ার অনুমতি দেয়নি।’
তিনি বলেন, ‘আমরা শিক্ষার্থীদের কাছ ৫-১০ টাকা নিয়ে ১ লাখ ৯০ হাজার সংগ্রহ করেছিলাম। সবার কষ্টের বিনিময়ে এই ফান্ড সংগ্রহ করা সম্ভব হয়েছে। সবাই চেয়েছে সেখানে গিয়ে তাদের পাশে দাঁড়াতে। কিন্তু বাসটি যেতে না দেওয়ায় তাদের নাসিরগর নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। সামান্য কয়েকজন নিয়ে আমরা যেতে পারছি না।’
বাসটি নেওয়ার জন্য একাধিকবার পুলিশকে অনুরোধ করা হলেও তারা অনুমতি দেননি। তারা শুধু তিনটি মাইক্রো নিয়ে যেতে বলেছেন। এ বিষয়ে রমনা জোনের ডিসি মারুফ হোসেন সরদার নিউজনেক্সটবিডি ডটকম’কে বলেন, ‘আমরাই তিনটা মাইক্রো ঠিক করে দিয়েছি। তাহলে কিভাবে অনুমতি দেইনি? ওরা কেন স্থগিত করলো এটা তাদের সমস্যা। আমাদের পক্ষ থেকে কোনও সমস্যা ছিল না।’
সম্পাদনা: ইয়াসিন
আরো পড়ুন
অবরোধ প্রত্যাহার, নাসিরনগর অভিমুখে লংমার্চ ১৮ নভেম্বর