
ঢাকা: রোহিঙ্গা মুসলিম গণহত্যার প্রতিবাদে রোববার মায়ানমার অভিমুখে ধর্মভিত্তিক রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র লংমার্চ কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলের নেতা কর্মীরা লংমার্চে যোগ দেওয়ার জন্য জড়ো হতে থাকে। কিন্তু পুলিশের বাধার কারণে লংমার্চ কর্মসূচি পণ্ড হয়ে যায়। পরে পল্টনে সমবেত হন তারা।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম গণমাধ্যমকে বলেন, ‘লংমার্চে পুলিশের বাধা দেওয়ার প্রতিবাদে বায়তুল মোকাররমের উত্তর গেটে নেতাকর্মীদের জমায়েত হওয়ার নির্দেশ দিয়েছেন দলের আমির মুফতি রেজাউল করিম।’
তিনি বলেন, ‘পুলিশ আমাদের দলের কাউকে দাঁড়াতে দেয়নি। গাড়ির চাবিও ছিনিয়ে নিয়েছে। শনিবার ডিএমপি কমিশনার প্রেসক্লাবে না করে কাঁচপুর থেকে লংমার্চ শুরু করতে বলেছিলেন। কিন্তু আজ তারা বাধা দিচ্ছে।’
ডিএমপির ওয়ারি জোনের উপকমিশনার ফরিদ উদ্দিন বলেন, ‘লং মার্চের কোনও অনুমতি ছিল না। যে কারণে আমরা তাদের পথে আটকে দিয়েছি।’
গ্রন্থনা ও সম্পাদনা: মাহতাব শফি