
চুয়াডাঙ্গা: জেলায় পুলিশের বাধার মুখে বিক্ষোভ কর্মসূচি পালন করতে পারেননি জেলা বিএনপির নেতাকর্মীরা। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শনিবার সকাল ১১টার দিকে শহরের শহীদ আলাউল ইসলাম সড়কের বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল বের করার কথা ছিল।
তবে বিক্ষোভ মিছিলটি বের করার সময় পুলিশ নেতাকর্মীদের ঘিরে ফেলে। এ সময় পুলিশের সাথে কথা বলে মিছিল করার অনুমতি চেয়েও ব্যর্থ হন বিএনপির সিনিয়র নেতারা। পরে পুলিশ বেষ্টনীর মধ্যেই সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, জেলা শ্রমিক দলের সভাপতি এম জেনারেল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক সরদার আলী হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শামীম রেজা ডালিম, পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম রতন ও জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনজুরুল জাহিদ।
বক্তারা দেশব্যাপী জঙ্গি বিরোধী অভিযানের নামে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/আইকে/জাই