
যশোর: যশোরের ঝিকরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুর রহমান (৪০) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন।
সোমবার রাত তিনটার দিকে উপজেলা সদরের ওয়াবদা রোড এলাকায় এ ঘটনা ঘটে। এসময় তিনি যশোর-বেনাপোল রোডে মোবাইল টিম নিয়ে ডিউটিতে ছিলেন।
খবর পেয়ে ঝিকরগাছা থানার ওসি ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় এএসআই তৌহিদুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহম্মেদ জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এটি সন্ত্রাসী হামলা। এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।
যশোরের সহকারী পুলিশ সুপার ভাস্কর সাহা জানান, সোমবার রাতে শহিদুর রহমানের নেতৃত্বে ওই এলাকায় পুলিশ অভিযানে গিয়েছিল। এ সময় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করেন। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আহত শহিদুর রহমানকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/ওয়াইএ