
কুমিল্লা: হোমনার শ্রীমদ্ধি এলাকায় মেঘনা নদীর পাড়ে শনিবার বিকেলে ডাকাতের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনায় পুলিশের পক্ষ থেকে হোমনা থানায় হত্যাসহ ৪টি মামলা হয়েছে। এসকল মামলার প্রতিটিতে কমপক্ষে ২০ জনকে আসামী করা হয়েছে।
কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন রোববার দুপুরে তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার বিকেলে মেঘনা নদীর পাড়ে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে । এখবর পেয়ে হোমান থানা পুলিশ ঘটনাস্থলে যায়। ডাকাতরা এসময় পুলিশকে দেখে পালিয়ে যাবার চেষ্টা করে। পালাবার সময় পুলিশ ২ ডাকাতকে আটক করে। এ সময় আটকৃতদের কাছ থেকে একটি এল জি, একটি ৭ পয়েন্ট ৬৫ চাইনিজ পিস্তল, তিন রাউন্ড তাজা গুলি, ১১ টি কার্তুজ, সাতটি ককটেল বোমা, তিনটি রাম দা’, একটি বড় ছোরা, তিনটি স্পিড বোট, ৪টি হেলমেট এবং ২০ টি লাইফ জ্যাকেট উদ্ধার করে ।
পুলিশের দলটি থানায় ফেরার পথে পালিয়ে যাওয়া ডাকাতরা সংঘবদ্ধ হয়ে আটক ডাকাতদের ছিনিয়ে নিতে পুলিশের উপর আক্রমন করে। এ ঘটনায় ৩জন পুলিশ আহত হয়। ডাকাত-পুলিশ গুলিবিনিময়কালে ডাকাতদেরও কয়েকজন আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডালিম নামের এক ডাকাত সদস্যের মৃত্যু হয়।
প্রতিবেদন: আনোয়ার হোসেন, সম্পাদনা: মাহতাব