
পঞ্চগড়: জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করায় আনন্দ মিছিল করেছেন কমিটির নেতাকর্মীরা।
মঙ্গলবার দুপুরে অনুমোদিত জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা পঞ্চগড় সার্কিট হাউজ চত্ত্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন। পরে তারা এক আনন্দ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি এটিএম সায়েম লিওন জানান, গত রোববার রাতে কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন স্বাক্ষরিত পঞ্চগড় জেলা ছাত্রলীগের ১৫৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, প্রায় এক বছর আগে আকতারুজ্জামান আকতারকে সভাপতি ও মারুফ রায়হানকে সাধারণ সম্পাদক করে পঞ্চগড় জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। গত রোববার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মধ্য দিয়ে পঞ্চগড় জেলা ছাত্রলীগ পূর্ণতা পেল।
কমিটির সভাপতি আকতারুজ্জামান আকতার জানান, জেলা ছাত্রলীগের সকল কমিটির সকল সদস্য নিয়ে শিক্ষা ও শান্তির জন্য পঞ্চগড় জেলা ছাত্রলীগ কাজ করে যাবে।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমআই/এসকেএস