
নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ দাম নিয়ন্ত্রনে রাখতে পেঁয়াজের আমদানি শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর। একইসঙ্গে চিনি আমদানিতে থাকা নিয়ন্ত্রণমূলক শুল্ক ১০ শতাংশ কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। বৃহষ্পতিবার এনবিআর আলাদা আলাদা প্রজ্ঞাপনে নিত্য প্রয়োজনীয় এ পণ্য দুটির আমদানি শুল্ক কমিয়ে দেয়।
এ বিষয়ে এনবিআরের সদস্য সৈয়দ গোলাম কিবরিয়া জানান, জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহষ্পতিবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলেও জানান তিনি।
ভারতের প্রধান প্রধান পেঁয়াজ উৎপাদনকারী এলাকা নাসিক ও ব্যাঙ্গালোরে অতিবৃষ্টির কারণে উৎপাদন ক্ষতিগ্রস্থ হওয়ায় সম্প্রতি ভারতে পণ্যটির দাম সামান্য বেড়েছে। এ খবরে বাংলাদেশে পেয়াজের দাম ১৫ দিনের ব্যবধানে বেড়ে দ্বিগুন হয়ে যায়। যদিও গত দুইদিন ধরে দাম কমছে। বৃহস্পতিবার রাজধানীর বাজারগুলোতে প্রতি কেজি দেশি পেয়াজ ৬০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হয়েছে। আমদানি করা পেঁয়াজ প্রতি কেজি ৫৫ থেকে ৬০ টাকা। আর এদিকে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৮০ টাকা বা তার চেয়ে বেশি দরে। যদিও বাণিজ্য মন্ত্রণালয় প্রতি কেজি খোলা চিনি ৭৫ টাকা আর প্যাকেটজাত চিনি প্রতি কেজি ৭৬ টাকা দর নির্ধারণ করে দিয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে বছরে ২৫ লাখ টন পেঁয়াজের চাহিদা রয়েছে। এর ৮০ ভাগ স্থানীয় উৎপাদন থেকে মেটানো সম্ভব হলেও ২০ ভাগ আমদানি করতে হয়। আমদানির সিংহভাগ আসে ভারত থেকে। ফলে ভারতে দাম বাড়লে বা সরবরাহে ঘাটতি দেখা দিয়ে এসময়ে এসে বাংলাদেশের বাজারে তার প্রভাব পড়ে বেশি।