
ঢাকা: রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে ৫৫টি ককটেল ও ৯টি পেট্রলবোমাসহ ২ শিবিরকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, মিরপুর এলাকায় ইসলামি ছাত্র শিবিরের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত রবিন (২৯) ও উত্তরার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত এমদাদ (৩২) ।
মঙ্গলবার রাতে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূইয়া মাহবুব হাসান নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে দুপুরে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের বিপরীত পাশে ‘পল্লী বুটিকস’ নামের এক শোরুম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
ওসি মাহবুব হাসান আরো জানান, অভিযানে তাদের কাছ থেকে ৫৫ টি তাজা ককটেল, ৯ টি পেট্রোল বোমাসহ বিপুল পরিমান জামায়াত শিবিরের মতাদর্শের বই, লিফলেট ও সদস্য সংগ্রহ ফরম জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা করা হযেছে।
অপরদিকে মিরপুরের কাজীপাড়া এলাকা থেকে অজ্ঞান পার্টির দলনেতাসহ ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ আমির হোসেন(৪৫), মোছাঃ কমলা(৩০), শামীম(২৮), জাহাঙ্গীর হোসেন(৪০), সুমন(২৮), জসিম(৩০), মোঃ নূরুল ইসলাম(২১) ও মোঃ রবিন(২১)। গ্রেফতারকৃতদের কাছ থেকে ১০০টি চেতনানাশক ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা বিদেশ ফেরত যাত্রীদের এবং ঢাকা ও বাংলাদেশের বিভিন্ন স্থানে পরিবহন বাসে যাত্রীদের খাদ্যদ্রব্যে চেতনানাশক ট্যাবলেট মিশিয়ে খাইয়ে অজ্ঞান করে সব কিছু লুটে নিত।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/এমএস/ওয়াইএ