
বরিশাল: ৪০ বছরের এক ব্যক্তির পেটে অস্ত্রোপচার করে পাকস্থলীর ভেতর থেকে একটি বড় কাঁচের বোতল বের করা হয়েছে। ওই রোগীর নাম জালাল। তিনি ভোলা জেলার লালমোহন থানার ফরাসগঞ্জ গ্রামের আব্দুল মোনাজের ছেলে।
গত ১৭ আগস্ট রাতে বরিশাল নগরীর পেরারা রোডের হেলথ কেয়ার ক্লিনিকে ভর্তি হলে ১৮ আগস্ট তার শরীরে সফলভাবে ওই অস্ত্রোপচার সম্পন্ন হয়।
ক্লিনিকের সার্জন ডা: মো জাহাঙ্গীর আলম বলেন, ‘রোগীর শারীরিক অবস্থা ভালো থাকলেও পেটের ভেতরে কাঁচের ওই বোতল ঢোকা রহস্যজনক।’
ক্লিনিক-সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট রাতে পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে রোগী হেলথ কেয়ার ক্লিনিকে ভর্তি হন। সে সময় রোগীর স্বজনরা তার পেটের ভেতর প্লাস্টিকের বোতল ঢোকার কথা বলেন চিকিৎসকদের।
কিভাবে ওই বোতল ঢুকেছে জানতে চাইলে রোগীর স্বজনরা কখনো বলেছেন জ্বীনের আছর করায় এমনটা হয়েছে আবার কখনো বলেছেন বাঁশের চার পাড় হতে গিয়ে তা ভেঙে পানিতে পড়ার পরই এমনটা হয়েছে। এরপর চিকিৎসকরা প্লাস্টিকের বোতল খুঁজতে রোগীর কিছু পরীক্ষা-নিরীক্ষা করেন।
ক্লিনিকের সার্জন ডা: মো জাহাঙ্গীর আলম সেলিম এক্সরে করে পেটের ভেতর বোতল সাদৃশ ওই বস্তুটি দেখতে পান ।
বোতলটি পায়ুপথ দিয়ে বের করা অসম্ভব হওয়ায় তিনি ওই রোগীকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে যাওয়ার পরামর্শ দেন।
কিন্তু তাতে সম্মত না-হওয়ায় রোগীর ইচ্ছায় ১৮ আগস্ট অস্ত্রোপচার করে বোতলটি বের করেন ডাক্তার।
প্রতিবেদন-প্রতিনিধি, সম্পাদনা-ময়ূখ ইসলাম, জাহিদুল ইসলাম