
আশুলিয়া: আশুলিয়ায় সুমন শিকদার (৩০) নামে এক পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত ২টার দিকে আশুলিয়ার জামগড়া কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন দ্য রোজ ড্রেসেস পোশাক কারখানার শ্রমিক ছিলেন বলে জানা গেছে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, মধ্যরাতে প্রকৃতির ডাকে সারা দিতে বাইরে বের হন সুমন। এসময় উৎপেতে থাকা দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে সুমনের চিৎকারে বাসার অন্য সদস্যরা এগিয়ে এসে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি এবং কাউকে আটক করতে পারেনি পুলিশ।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/এসআই