
ব্রাজিল: রিও অলিম্পিক শুরুর আগে খেলোয়াড়দের নিষিদ্ধ বলবর্ধক ওষুধ বা ডোপ সেবনের অভিযোগে রাশিয়ার প্যারালিম্পিক দলকে নিষিদ্ধ ঘোষণা করেছে আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি। এর ফলে আগামী মাসে রিও ডি জেনিরোতে অনুষ্ঠেয় প্যারালিম্পিকে অর্থাৎ প্রতিবন্ধীদের বিশেষ অলিম্পিকসে রুশ দলটি অংশগ্রহণ করতে পারবে না।
গত মাসে আন্তর্জাতিক ডোপিংবিরোধী সংস্থা ওয়াডার এক রিপোর্টে বলা হয় রাষ্ট্রীয় মদদে ডোপিং হয়েছে রাশিয়ায়। এরপর থেকেই রিও অলিম্পিকস থেকে রাশিয়াকে নিষিদ্ধ করার দাবি উঠতে থাকে। ওয়াডার রিপোর্টে বলা হয়, চার বছর ধরে বহু রুশ অ্যাথলেট সরকারি পৃষ্টপোষকতায় বিভিন্ন প্রতিযোগিতায় নিষিদ্ধ বলবর্ধক ব্যবহার করেছে। আন্তর্জাতিক অলিম্পিক অনেক রুশ অ্যাথলেটকে নিষিদ্ধ করলেও দেশ হিসাবে রাশিয়াকে নিষিদ্ধ করেনি।
প্রায় একশোর মতো অ্যাথলেট নিষিদ্ধ হওয়ার পর ২৭১ জন রুশ অ্যাথলেট এবারের রিও অলিম্পিকে অংশ নিচ্ছে। কিন্তু আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি আইপিসি সেই রাশিয়াকে নিষিদ্ধের সিদ্ধান্তই নিল। আর এ সিদ্ধান্তের ফলে রিও প্যারালিম্পিকে অর্থাৎ প্রতিবন্ধীদের অলিম্পিকে রাশিয়া অংশগ্রহণ করতে পারবে না।
আইপিসির প্রেসিডেন্ট স্যার ফিলিপ ক্রাভেন এই সিদ্ধান্ত ঘোষণা করার সময় বলেন যে রাশিয়ায় ‘অ্যান্টি ডোপিং সিস্টেম’ পুরোপুরি ভেঙে পড়েছে। প্যারালিম্পিক দলকে নিষিদ্ধ ঘোষণার পর এখনও পর্যন্ত রাশিয়ার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র : বিবিসি
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস