Wednesday, August 24th, 2016
‘প্রকল্প পাস হলেই চাহিদামতো হল নির্মাণ হবে’
August 24th, 2016 at 10:33 pm
‘প্রকল্প পাস হলেই চাহিদামতো হল নির্মাণ হবে’

ঢাকা: হলের দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ক্লাসে ফিরতে বলে উপাচার্য (ভিসি) ড. মীজানুর রহমান বলেছেন, ২৭৪ কোটি টাকার একটি প্রকল্প একনেকে পাস হতে যাচ্ছে। যা পাস হলে শিক্ষার্থীদের চাহিদামতো হল নির্মাণ হবে।

ড. মীজানুর রহমান জানান, বুধবার সকালে শিক্ষামন্ত্রীর সঙ্গে তার বৈঠক হয়েছে। সেখানে শিক্ষামন্ত্রী তাকে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন এবং আবাসিক হল নির্মাণের জন্য ২৭৪ কোটি টাকার একটি প্রকল্প একনেকে পাস হতে যাচ্ছে। এই প্রকল্প পাস হলে শিক্ষার্থীদের চাহিদামতো হল নির্মাণ করা হবে।

বুধবার বিকেলে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন ভিসি।

শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে তিনিও একমত উল্লেখ করে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে রায় দিয়েছে। কারাগারের জমি চেয়ে সরকারের কাছে আবেদনও জানানো হয়েছে। সেখান থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।

তিনি বলেন, এখন ক্লাস-পরীক্ষা বন্ধ করে আন্দোলন করে শিক্ষার্থীরা নিজেদের ক্ষতি করছেন। এ অবস্থায় শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার কথা বলেন ভিসি। তবে উপাচার্যের এই আহ্বানে এখন পর্যন্ত শিক্ষার্থীদের কোনো বক্তব্য মেলেনি।

এদিকে হল নির্মা‌ণের দা‌বি‌তে আন্দোলনরত শিক্ষার্থীরা আগামী শুক্রবার পর্যন্ত সময় বে‌ধে দি‌য়ে‌ছেন। তারা জানান, এ সময়ের মধ্যে তাদের ‘যৌক্তিক’ দা‌বি না মানলে আগামী রোববার থে‌কে আ‌ন্দোল‌নে আরো ক‌ঠোর হবে।

বুধবার সকাল থেকেই ক্যাম্পাসের ভাস্কর্য চত্বরে আন্দোলনরত শিক্ষার্থীরা জড়ো হন। পরে সেখান থেকে সকাল ৯টার দিকে মিছিল নিয়ে সব অনুষদের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। তাই বুধবারও বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

দুপু‌রে রাজধানীর পল্টন মো‌ড়ে সকাল থে‌কে সড়ক অব‌রোধ শেষে এক সংবাদ স‌ম্মেল‌নে এ ঘোষণা দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা।

তারা জানান, আগামী শুক্রবার বি‌কেল তিনটায় কেন্দ্রীয় শ‌হীদ মিনা‌রে শিক্ষা‌বিদ, শিক্ষক, বু‌দ্ধিজীবী ও বি‌ভিন্ন পেশার ব্যক্তি‌দের নি‌য়ে গণ সংহ‌তি সমা‌বেশ কর‌বে তারা। এরপর সন্ধ্যায় সমা‌বেশ শে‌ষে এক প্র‌তিবা‌দী মশাল মি‌ছি‌লি বের কর‌বে আন্দোলনরত শিক্ষার্থীরা।

এছাড়াও আগামী ‌শনিবার দে‌শের সকল পাব‌লিক বিশ্ব‌বিদ্যালয়গু‌লো‌তে মানববন্ধন কর্মসূ‌চি পালন কারার ঘোষণা নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

প্রতিবেদক- ময়ূখ ইসলাম, সম্পাদনা- জাহিদুল ইসলাম

 


সর্বশেষ

আরও খবর

কাউন্সিলর পদ থেকে বরখাস্ত হচ্ছেন ইরফান সেলিম

কাউন্সিলর পদ থেকে বরখাস্ত হচ্ছেন ইরফান সেলিম


করোনা: আরও ২৩ মৃত্যু, শনাক্ত ১৩০৮

করোনা: আরও ২৩ মৃত্যু, শনাক্ত ১৩০৮


সেনাপ্রধান ফেইসবুকে নেই: আইএসপিআর

সেনাপ্রধান ফেইসবুকে নেই: আইএসপিআর


ধর্ষণের সাজা মৃত্যুদণ্ডের চূড়ান্ত অনুমোদন

ধর্ষণের সাজা মৃত্যুদণ্ডের চূড়ান্ত অনুমোদন


করোনায় আরও ১৯ জনের মৃত্যু

করোনায় আরও ১৯ জনের মৃত্যু


বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত ব্যারিস্টার রফিক-উল হক

বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত ব্যারিস্টার রফিক-উল হক


সাগরে ৪ নম্বর সংকেত, বৃষ্টি অব্যাহত থাকবে আরও দুই দিন

সাগরে ৪ নম্বর সংকেত, বৃষ্টি অব্যাহত থাকবে আরও দুই দিন


দু-তিন দিনের মধ্যে আলুর দাম কমবে: বাণিজ্যমন্ত্রী

দু-তিন দিনের মধ্যে আলুর দাম কমবে: বাণিজ্যমন্ত্রী


সারা দেশের নৌ ধর্মঘট প্রত্যাহার

সারা দেশের নৌ ধর্মঘট প্রত্যাহার


অতিরিক্ত মূল্যে আলু বিক্রির দায়ে বরিশালে চার ব্যবসায়ীকে জরিমানা

অতিরিক্ত মূল্যে আলু বিক্রির দায়ে বরিশালে চার ব্যবসায়ীকে জরিমানা