
ঢাকা: রাজধানীর লালমাটিয়ায় প্রকাশনা সংস্থা ‘শুদ্ধস্বর’র কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুলকে হত্যা চেষ্টায় জড়িত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) এক সদস্যকে আটক করেছে পুলিশ।
আটকের নাম শিহাব ওরফে সাইফুল, সুমন, সাকিব। বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে। পুলিশ জানায়, শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুলকে হত্যা চেষ্টায় আটক শিহাব জড়িত থাকতে পারেন।
উল্লেখ্য ২০১৫ সালের ৩১ অক্টোবর বেলা আড়াইটার দিকে রাজধানীর লালমাটিয়ার সি ব্লকে শুদ্ধস্বর প্রকাশনীর অফিসে চারজন যুবক এসে কুপিয়ে জখম করে মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা লেখক অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশনা সংস্থা ‘শুদ্ধস্বর’র কর্ণধার আহমেদুর রশীদ টুটুল, কবি তারেক রহিম ও লেখক-গবেষক রণদীপম বসুকে।
ওই দিনই কুপিয়ে হত্যা করা জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সাল আরেফিন দীপনকে।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/এসপিকে/এসআই