
ঢাকা: আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে শাকিব-বুবলি জুটির প্রথম চলচ্চিত্র ‘বসগিরি’। এরই মধ্যে ইউটিউবে প্রকাশ করা হয়েছে ‘যেখানে বস, করবি না ক্রস’ শিরোনামে ছবিটির টাইটেল গান।
ছবির পরিচালক শামীম আহমেদ বলেন, ‘টাইটেল গানের কথা ও সুরের মাধ্যমে পুরো ছবির আবহকে তুলে ধরা হয়েছে। ছবি মুক্তির আগে গানটির মধ্য দিয়ে দর্শক-শ্রোতারা ছবিটি সম্পর্কে একটা ধারণা পাবেন।’
তিনি বলেন, ‘ঈদে ছবিটি মুক্তি দেওয়ার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ। কলকাতা থেকে ছবির সবগুলো গানের কালার কারেকশন করে গতকাল ফিরেছি। শিগগিরই ছবিটি ছাড়পত্রের জন্য সেন্সরে জমা দেওয়া হবে।’
শাকিব খান বলেন, ‘এই ছবির গান, গল্প এবং বাজেট কোনোটার ব্যাপারে কোনো আপস করা হয়নি। সবগুলো গানের দৃশ্যধারণ থাইল্যান্ডের একাধিক মনোরম লোকেশনে করা হয়েছে। সেক্ষেত্রে গানগুলোর চিত্রায়ণে থাকছে অনেক বেশি নতুনত্ব। আশা করি এই ঈদেও দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারবো।’
টাইটেল গানটিতে কণ্ঠ দিয়েছেন শত্রুজিৎ, লেখাও তার। সংগীত পরিচালনা করেছেন ডাব্বু ঘোষাল। এবারই প্রথম বাংলাদেশের কোনো চলচ্চিত্রে ভারতীয় নৃত্য পরিচালক আদিল শেখ কোরিওগ্রাফি করেছেন।
আদিল শেখ বলিউডের ‘বজরঙ্গি ভাইজান’, ‘ধুম থ্রি’, ‘থ্রিজি’, ‘দাওয়াতে ইশক’, ‘মেরে ড্যাড কি মারুতি’, ও ‘গো গোয়া গোন’ সহ বিভিন্ন ছবিতে নৃত্য পরিচালকের কাজ করেছেন।
ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘বসগিরি’ ছবিটির। এখন চলছে এর ডাবিংয়ের কাজ। শাকিব ও বুবলী ছাড়াও ছবিটিতে আরো অভিনয় করেছেন রজতাভ দত্ত, অমিত হাসান, সাদেক বাচ্চু ও মিজু আহমেদ।
প্রতিবেদন: আসিফ আলম, সম্পাদনা: আইরিন রবি, সজিব ঘোষ