
ডেস্ক: সামাজিক যোগাযোগের মাধ্যম এবং ইনসট্যান্ট ম্যাসেজিং সেবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রতিদিন বিশ্ব জুড়ে ১০ কোটিরও বেশি ভয়েস কল করা হয়। গত বছরের মার্চে শুরু হওয়া এই সেবাটি কানেক্টিভিটি এবং পরিষ্কার আওয়াজের জন্য এখন জনপ্রিয়তা পাচ্ছে বলেই প্রতিষ্ঠানটি দাবি করে।
নিজস্ব একটি ব্লগপোস্টে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, বিগত এক বছরেরও বেশি সময় ধরে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা পরিবার এবং বন্ধুদের যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ কলিংকে বেছে নিয়েছেন। বিশেষত, যারা বিদেশে থাকেন তাদের সঙ্গে যোগাযোগ করতে বেশিরভাগ ভাগ কল করা হয়েছে। প্রতি দিন গড়ে ১০ কোটিরও বেশি কল করা হয় বিশ্বজুড়ে। ফলে প্রতি সেকেন্ডে ১১০০ কল করা হয়ে থাকে। আমরা অত্যন্ত খুশি যে এত মানুষ এই ফিচারটিকে পছন্দ করেছেন। আমরা এই ফিচারকে আগামীতে আরও উন্নত করতে বদ্ধপরিকর।’
হোয়াটসঅ্যাপের সিইও জ্যান কোউম এক ফেসবুক বার্তায় বলেন, ‘যখন ইউক্রেন থেকে প্রথমবার আমেরিকায় এসেছিলাম, তখন ফোন করা, বিশেষত আইএসডি কল করা একটা দুর্বিসহ ব্যাপার ছিল। দেয়ালে লাগানো একটা তারযুক্ত ফোন তুলে নম্বর ডায়াল করে অপেক্ষা করতে হত। অন্য প্রান্তের ব্যক্তি যদি ফোনের সামনে থাকেন তো ভালো, না হলে আবার অপেক্ষা।
মোবাইল ফোনের ব্যবহার বাড়ার ফলে কলিং ব্যাপারটি একটু সহজ হয়ে যায়। কিন্তু বিদেশের খরচ হিসেব করে বার বার সিম পাল্টে ট্যারিফ মিলিয়ে ফোন করাও খুব একটা সহজ হত না। হোয়াটঅ্যাপের সঙ্গে যুক্ত হওয়ার পর আমরা প্রথমেই এই বাধাগুলোকে অতিক্রম করার চেষ্টা করেছি। এক বছরের সামান্য কিছু আগে এটা সম্ভব হয়েছে। আজ আমরা খুব গর্বিত,প্রতিদিন প্রচুর মানুষ এর মাধ্যমে নিজের প্রিয়জনের সঙ্গে কথা বলতে পারছেন বিনা বাধায়।’
নিউজনেক্সটবিডি ডটোকম/আরকে/এসআই